তুমি ভালো নেই এই কথা শুনে নিজের অজান্তে বিচলিত হয়ে গেছে ক্ষত-বিক্ষত আবেগি এই মন । খুব সুখে থাকবে বলে , চলে গেছো তখন আমাকে একাকী রেখে । নিজেকে নিয়ে নিজের কেয়া নিয়ে চমৎকার দম্ভে ছিলে তুমি । কখনো বুঝনি আমার হৃদয়ের নিরব কান্না । হাজার বার বলতে গিয়েও হেরে গিয়েছিলাম । বুঝাতে পারি নাই কোন অজুহাতে । তুমি উচু গগণে শীতল বাতাসে উড়ে উড়ে বেড়াতে । ঢের অহংকার হৃদয়ে রেখে নিজেকে আলোকিত করে সাজিয়ে রাখতে । তুমি সর্বদা অট্টালিকার স্বপ্নে বিভোর ছিলে ।
সেই তুমি আজ ভালো নেই , শুনতে অশ্রু ঝরে নীরবে-নিভূতে ।
তোমার হাসি উজ্জ্বল নীড়ে আজ নাকি বিষাদের কষ্ট । বিষণ্ণ হৃদয় নিয়ে তুমি অজস্র কাঁদো । তোমার আলোকিত ভুবন আজ তিমির রজনীতে পরিনত হয়েছে ।
তুমি ভালো নেই , তাই আমিও চিন্তিত ।
হায় প্রেম ! হায় ভালোবাসা ! হায় কষ্ট !! তুমি এমনি !!!!
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


