কষ্ট দাও , তোমার প্রতি আমার অনুরোধ
আমাকে প্রচণ্ড কষ্ট দাও
যেন কোন এক অন্ধকে আবার অন্ধ করে দেবার মতো কষ্ট।
যেন কোন এক ভিক্ষুকের তার শেষ সম্বল লুটের মত কষ্ট ।
যেন কোন তৃষ্ণার্তর সামনে ফোয়ারা ছেড়ে রাখার মতো কষ্ট।
কষ্ট দাও, তোমার প্রতি আমার অনুরোধ
আমাকে প্রচণ্ড কষ্ট দাও ।
ভাবছো কি করবো এত কষ্ট নিয়ে ?
ভাবছো আমার চোখের কোণে মুক্তোর তাঁরা দেখবে ?
ভাবছো তোমার প্রতি আমার অবহেলার কথা
ভাবতেই পারো , ও সুতো ছিঁড়ার নয়
কষ্ট দাও, তোমার প্রতি আমার অনুরোধ
আমাকে প্রচণ্ড কষ্ট দাও।
আমি না হয় হেলাল হাফিজ হবো
তোমাকে পোড়াবো আমার কলমের খোঁচায়
সবাই পরবে ,কেউ হাসবে কেউ কাঁদবে
তুমি শুধু পুড়বে ।সাথে আমি ভস্মীভূত হব
আমরা পুড়তে পুড়তে খেলবো কষ্ট নিয়ে।
অথবা আমায় না হয় জয় গোস্বামী হতে দাও
সত্যিই তোমায় ডোবাবো ,
আমার প্রেমে অবিরত ।
কষ্ট দাও, তোমার প্রতি আমার অনুরোধ
আমাকে প্রচণ্ড কষ্ট দাও।