থাকতে পারতাম আর কিছুক্ষণ যদি
আসছে মেঘ কাছে ,ভাব করবো তার সাথে
নীলগিরি
দূর পাহাড়ে মেঘের চাদর
মেঘ আসছে
আরো কাছে শুধু ছোঁয়ার অপেক্ষায়
সাত সকালের মেঘ নীলগিরির উপর থেকে
মেঘের ঢেউ
অন্যরকম মেঘের চাদর সকালের প্রথম সূর্য কিরনে
কক্সবাজারের আকাশ এক বিকেলে
আসলে আমার বাংলাদেশটা অনেক সুন্দর শুধু দেখার চোখ চাই ।