১
ভেবেছ কত বার মারবে আমায়
আমি যে সময় ,পাগল পাখি
আমি যে সময়!
প্রতিটি হত্যায় খুঁজে পাবে আমায়
২
কতটা কঠিন তোমার হৃদয়
হীরক কেই তো জানতাম সবচে কঠিন পদাথ
আমার কষ্টের আর্তনাদ সনিক বুমের
মত তছনচ করে দিচ্ছে হাজারো হৃদয়
এমন হারানোর কষ্ট আর কেউ যেন না পায় .
৩
বাতাস তো বইতেই থাকবে
কখনো উত্তর মেরু থেকে,কখনো দক্ষিণ মেরু
আগুণ সেতো পোড়াতেই থাকবে
কখনো চোখে কখনো বা বুকে
থাকিস হারামি ,থাকতে পারিস যত সুখে
বাতাসের বুকে
৪
তবুও তোকে আমি ভালবেসে যাব
মাত্র তো আমার আত্মা পচেছে
এরপর কলিজা,তারপর স্বাভাবিক বোধ শক্তি
পচতে পচতে একদিন আমার ভালবাসার জৈব সার হবে
তুমি কিনবে হাজার নার্সারি ঘুরে
তোমার গাছের ফুল ফোটানোর জন্য ।
কিন্তু হায় সব গাছ তো ফুল ফোটানোর নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




