যা দেখা যায় তার নাম কাটাতারের বেড়া
যার নাম দিয়েছো তোমরা সীমান্ত
বুক চিরে দিয়ে সমতল বা অসমতল মাটির
নাম দিয়েছো দেশ আর বিদেশ
কি অদ্ভুত মিল আমার আর মাটির মাঝে
আমাদের উভয়ের বুক চিরা
আমাদের উভয়ের মাঝে আছে অদৃশ কাটাতার
বল হে মাটি -তোমার ও কি আমার মত কষ্ট হয় ?
তুমিও কি আমার মত অতীতের কথা ভাবো?
নস্ট অতীত ,ফেলে আসা গ্রীষ্ম বা শীত
বাতাসে বাতাসে আর্তনাদ ,ধুলোয় ধুলোয় পিরা
কি অদ্ভুত মিল
আমাদের উভয়ের বুক চিরা .