লাল না হলুদ ,নীল না সবুজ
সব কয়টাতেই তোমাকে মানায়,ঠিক তোমারই মত
তোমার হিসাব টা অদ্ভুত ,আয়নার সাথে তুলনা !
আয়না না দেখে তুমি দেখছো ,তার উপরের ধুলোকনা
ভাবছো - আহ এ যে খাটি সোনা !
আয়নার সাথে কেন করছো তুলনা
তার পিছে যে পারদ আছে ,তা কি জান না !
ও -ভাবছ পারদ ! তার আবার কি হবে ?
বলছ
ভারী তার শরীর -না গলে ,না জ্বলে
পারদ ভাবে হায় -আমার মাঝে দেখেছিলে তুমি- তোমায়
আর আমাকে তোমার সত্ত্যা হতে আলাদা হতে হয় .
ওহে ধুলিকণা সালাম তোমায়
তোমার ভাগ্য যেন পারদের মত না হয়.