একটা ভ্রান্ত ধারণা থেকে সমুদ্র আলাদা হয়ে যায়
বালি থেকে ,যার উপর একদা ছিল তার আবাস
বালি প্রথমে ভাবে ,সমুদ্র কোথায় বা যাবে
কে তার বালির অভাব মিটাবে !
বালির বুকের আকাবাকা রেখা আর বাতাসে উড়ে বেড়ানো
যা ছিল অহংকার ,চূর্ণ হয় বিস্তর অভিশাপে.
আর সমুদ্র , এখনো জানা যায়নি ,
সে সত্যিই কি ঘৃনা করেছিল চিকমিক করা বালি
মেঘের রাজ্যে ঘৃনা হয়না ,হয় শুধুই দলাদলি
সমুদ্র আজ বাতাসে ভর করে মেঘ হয়
ফুঁটায় নতুন অজানা কল্পের কলি .