আমি জানতাম ,সুর উঠবে না ,এই গিটার ভেঙ্গে গেছে
তারপরও টিউনিং, ভাঙা গিটারের পুরোনো সুরের রোমান্থন
ডেকে ডেকে শ্রোতাদের বলা -শোন, মন দিয়ে শোন
অদ্ভুত সেই সব শ্রোতাদের দল। সুর উঠার আগেই বলছে
বাহ কি অদ্ভুত তাল। সে কি বাজনা !সে কি লয় !
গিটারটা ঠিক হলো না । সুরের ভ্রান্তিগুলোই মায়াময়।
সুরের ভ্রান্তিগুলোই মায়াময়।
আমি জানতাম আমার গিটার- বেহালা বা অন্য কোন বাদ্যযন্ত্র হয়ে
বাজবে অন্য কোন সুরে ।অন্য কোথাও দূরে, বহুদূরে
শুধু ভাবি - কত দূরে ? কেন আসে ইথার হয়ে আমার কানে
এ যে অদ্ভুত এক সুর, শুধু স্রষ্টাই জানে।
যেখানে আমি শ্রোতা ,কোন উপায় নেই -ছাড়া শুধু তালি দাওয়া
আমিও কম বা কিসে ? আমি তালি দিবো ! উন্মাদ হয়ে নাচবো
তারপর আবার মুচড়ে পড়বো ,আমার ভাঙ্গা গিটারের শোকে
যা আমার নয় তা নিয়ে, অদ্ভুত অচেনা ভয় ,
সুরের ভ্রান্তিগুলোই মায়াময়।
সুরের ভ্রান্তিগুলোই মায়াময়।
সুরের ভ্রান্তিগুলোই মায়াময়।