আমি ভালবাসতেই থাকবো ,রাস্তার ওই ময়লা কুকুরছানাকে ,
খাদ্যাভাবে অন্ধ হয়ে সেজে থাকা খুব সাদা দাড়িওয়ালা ভিক্ষুককে
ফুল বিক্রেতা এক ঝকঝকে সাদা দাতের শিশুকে ।
আমি ভালবাসতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত
আমি তোমাকে ঘৃণা করতে পারি,অথবা আমাকে
পানি করতে পারি, স্বাদহীন ,রংহীন , অথচ
অতি প্রয়োজনীয় ,যা ছাড়া তুমি ধুঁকে ধুকে মরবে ।
আবার এমন ও হতে পারে
আমি ঘৃণা করতে থাকবো , এপার্টমেন্টের ওই শুভ্র কুকুরছানাকে ,
অন্ধ হয়ে সেজে থাকা খুব সাদা দাড়িওয়ালা প্রতারক ভণ্ড ভিকারিকে
ফুল বিক্রেতা এক ঝকঝকে লোভী চোখের ,অভিনয়ে পারদশি শিশুকে
আমি ঘৃণা করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত
আমি আমাকে ভালবাসতে পারি ,অথবা তোমাকে
থুঃ থুঃ মারতে পারি,স্বাদহীন ,রংহীন , অথচ
অতি ঘৃণা মিশ্রিত ,যা নিয়ে তুমি ধুঁকে ধুকে সরবে ।