১
এ এক অসম যুদ্ধ
আমার সাথে আমার
আমার সাথে তার ,
স্মৃতির প্রতিটি বুলেট ,আমার কোষে
নিউরনে উথাল পাথাল করে
তোকে ভুলতে হবে .কিন্তু কবে ?
এ এক অসম যুদ্ধ
অতীত সুখের দানবের কাছে আমি অবরুদ্ধ
২
তুমি তোমার মতো
আমি আমার মতো
তাই একই ঘটনায়
তুমি সুখ বয়ে বেড়াও
আমি বয়ে বেড়াই ক্ষত ।
৩
ভুলটা কার ছিল .তোমার ,আমার
নাকি সময়ের
নাকি ভাগ্যের ফের ,ভুলটা কার ছিল
অনেকটা মিলানো হিসাব ,ভুল হয়ে যায়
তবু কার দোষ,কে নেবে তার দায় .