এর আগের পোস্টে আপনাদের সাথে শেয়ার করে ছিলাম কিভাবে একটা নতুন সাইটের Search Engine Optimization(SEO) করতে হয়। আজ আরো এক্ টু স্পেসিফিক ভাবে আলোচনা করব। আজকের বিষয় কিভাবে আপনার সাইটের টাইটেল লিখবেন।
বেশিরভাগ পারসনাল সাইটের Titel এ দেখা যায় “Welcome to my site” বা একই ধরনের নানান Welcome Text. আবার কিছু সাইটের বেলায় দেখা যায় ইউজারের Location দেখান হয়। এগুলো কি সঠিক পদ্ধতি? ঊত্তর হ্যা এবং না। উত্তর হা যদি আপনার সাইটটি হয় Facebook, Plenty of fish, Digg ইতাদির মত জনপ্রিয় সাইট। আর বাকি সবার জন্য উত্তর হল না। SEO এর জন্য টাইটেলের বেশ গুরুত্ত বহন করে।
তাহলে টাইটেল কেমন হওয়া উচিত?
টাইটেল হতে হবে আপনার Keyword গুলোর সমন্নয়ে তৈরি কতগুলো শব্দের ইউনিট। তবে কখনই কোন সেন্টেনস হবে না। যেমন আপনার Keyword গুলো যদি হয় – Crime News, Foreign News, Media News তাহলে আপনি আপনার টাইটেলটি বানাতে পারেন – Crime| Media| Foreign News
আপনি বিভিন্ন ভাবে এটা সাজাতে পারেন। তবে মনে রাখবেন কোন ধরনের Article, Preposition ব্যাবহার না করাই ভাল।
Source: My SEO & Money Making Info Blog

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




