কাক ডাকা ভোর এর একটা গন্ধ আছে,
সে গন্ধে কারো ঘুম ভাঙে,
কিংবা কোন নিশাচর এর ঘুম আসে।
ভোর হতেই বেজে ওঠে আযাণধ্বনি,
তাই শুনে কেউ বা তরিঘড়ি নামাজ পড়ে,
কেউ হয়তো এর তোয়াক্কাও করে না।
কেউ হয়তো জানালা দিয়ে বাহিরপানে চায়,
ভাবে কি মনোরম শোভা এ ভোরের,
কেউ একে ভাবে যন্ত্রণার আরেকটা দিনের শুরু।
আমার নাকে সে গন্ধ আসে না,
আমি হয়তো প্রকৃতি প্রতিবন্ধি,
আমার কাছে কাক ডাকা ভোর মানে,
শুধুই আরেকটা দিন- ভাল হয়ে চলার ২৪ ঘন্টা সুযোগ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




