রক্ত/ ব্লাড এমন একটি শব্দ যা প্রতিটি মানষের কোনো না কোনো সময় লেগে যায়। হয় নিজের বা পরিবারের বা বন্ধুদের কারোর কোনো না কোনো ব্লাড প্রয়োজন হয়ে থাকে। সেক্ষেত্রে ব্লাড/রক্ত যোগাড় করার জন্য বিভিন্ন জনকে ফোন করে জিজ্ঞেস করতে হয় এই গ্রুপের রক্ত আছে কিনা, কেউ পরিচিত আছে কিনা...এমন অনেক সময় দেখা যায় খুবই পরিচিত রক্তেরও (যেমনঃ ও পজেটিভ) ডোনার খুজে পাওয়া যায় না। ফেস বুকে অনেক দিন আগে একটি গ্রুপ খুলেছিলাম। আজ রক্ত/ব্লাড প্রয়োজনে সেই গ্রুপে গিয়ে দুই জন ব্যক্তিকে পেলাম। ধন্যবাদ আরিফ ভাই ও রাসেল ভাইকে। আমার খুব পরিচিত রক্ত, আমারও একই গ্রুপ তারপরও খুজে রাখছি লাগতে পারে।
যদি আপনি ব্লাড ডোনেট করে থাকেন, ডোনেট করতে কোনো সমস্যা না থাকে তাহলে এই গ্রুপে প্রবেশ করুন।
Click This Link
এখানে দেখুন ডিস্কাশন এর একটি অপশন রয়েছে। এই অপশনে আপনার নাম, আপনার ব্লাড গ্রুপ, আপনার কন্টাক্ট নাম্বার ও আপনার লোকেশনটি জানিয়ে দিন।
১। নাম, ব্লাড গ্রুপ দেখে কারো প্রয়োজন হলে সেই কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারবে।
২। লোকেশন এই কারনে যদি আমার রক্ত প্রয়োজন হয় মতিঝিলে, তাহলে প্রথমে মতিঝিল বা তার আশে পাশে কেউ আছে কিনা তা খুজে দেখবো, যদি না পাওয়া যায় তাহলে দূরের কাউকে যে আসতে পারবে। এটি আমার জন্য না, যে কোনো ব্যক্তির জন্য প্রযোজ্য।
আশা করি আপনাদের সাড়া পাবো। ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




