জীবনের সাঁজঘরে এলে যে আবার তুমি ফিরে
জানিনা সাঁজাতে তোমায় পারবো কি আগের মতো করে
বাঁধা বীণার বেসুরে গিয়েছিল যে গান থেমে
জানিনা গাইতে সে গান পারবো কি আগের মতো করে
জীবনের সঁজঘরে
মনে পড়ে সেই দিন সহছি যেদিন
একলা বসে নীরবে ব্যথা
দেখাতে পারিনি আমি বোঝাতে পারিনি
আমার মনের কথা
ভুলেছিল সব অনাদরে করালে মেন কেন তারে ফিরে
জানিনা সইতে ব্যথা পারবো কি আগের মতো করে
জীবনের সাঁজঘরে
আমার এমন নিয়ে তুমি খেলেছ খেলা
ভালো না বেসে করেছ শুধু অবহেলা
দিয়েছিলে ঠাঁই মোরে হ্ণদয়ে তোমার
হাজার হাজার চোরা বালির মাঝে
ছলনায় দিয়েছ ফাঁকি জলেতে ভরালে আঁখি
তুমিই নিজে
যেমালা নিয়েছ কেড়ে ফেলেছ তুমিই নিজে ছিঁড়ে
জানিনা গাঁথতে সে মালা পারবো কি আগের মতো করে
জীবনের সাঁজঘরে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



