বন্ধুর মন পাইলাম না মন সপিয়া
ভাব দেখিয়া মনে হয় ।
বন্ধু যাই যাই যাই যাই করে
আইতে না আইতে রে বন্ধু যাই যাই যাই যাই করে।।
আমার আধার ঘরে জ্বালাইয়া বাতি
কিঞ্চিত হইয়া সাথী
বন্ধু ঘটায় দুর্গতি
বন্ধু যাইব যদি রাতারাতি
তবে কেনো হয় উদয়।।
বন্ধু যাই যাই যাই যাই করে
আইতে না আইতে রে বন্ধু যাই যাই যাই যাই করে।।
আমি সাজাইলাম ফুলের বিছানা
কত খাওয়াইলাম খানা
দিয়া আদরোপনা
আমি তবু বন্ধুর মন পাইলামনা
মান করে কি মানি হয়।।
বন্ধু যাই যাই যাই যাই করে
আইতে না আইতে রে বন্ধু যাই যাই যাই যাই করে।।
আমার জীবন যৌবন করিয়া অর্পন
তবু পাইলাম না তার মন
আমার মরনের লক্ষন
আবুল সরকার বলে সুজন
আমি তোমার পদাশ্রয়।।
বন্ধু যাই যাই যাই যাই করে
আইতে না আইতে রে বন্ধু যাই যাই যাই যাই করে।।
[link|http://www.paglamusic.com/url.php?f=/Bangla/Folk Baul/Abul Sarkar&u=/Bangla/Folk Baul/Abul Sarkar/Bondhor mon - [www.paglamusic.com].mp3|এই লিংকে এসে কোড এন্টার করে গানটির উপর রাইট বাটন ক্লিক করে ডাউনলোড করা যাবে।]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



