নদীর কাছে গিয়েছিলাম জানতে,
সমুদ্রের প্রতি তার বিশ্বাস কতটুকু?
নদী কেবল ঢেউয়ের মধ্যে কলকল শব্দ তুলে
বাঁকা করে হাসল; বলল না কিছুই।
ভাবলাম পাহড়ের কাছে যায়-
জেনে আসি কতটা নির্ভরতায়
আকাশের বুকে হেলান দিয়ে থাকে সে।
কিন্তু পাহাড়ের দৃঢ় চাহনি আর নিস্তব্ধ মৌনতা দেখে
সাহস হলো না জিজ্ঞস করার।
ফিরে এসে নিজেই নিজেকে জিজ্ঞেস করি-
‘কতটা সত্য আমি?’
হঠাৎ পেছন থেকে কা-কা করে উঠে
একা একটি দাঁড় কাক,
গাছ থেকে ঝড়ে পাড়ে একটি শুকনো পাতা।
বুঝতে পারি এগুলো নিঃসঙ্গতা ছাড়া কিছুই নয়।
বিশ্বাস আর সত্য- মিথ্যার ধোঁয়া ছড়িয়ে
এ আমার নিঃসঙ্গতাকে ঢাকার ব্যর্থ প্রচেষ্টা।
কপালের নিচের পাথর গলে
গড়িয়ে পড়ে দু’ফোটা অশ্র“,
ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে পৃথিবী
অন্ধকার নেমে আসে চারিদিকে
প্রতিায় আছি এক সময় আলো ফুটবেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


