অনেকদিন আগে যখন সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করতে চাইলো বিভিন্ন কোন থেকে আওয়াজ আসা শুরু হইলো ... রাজাকার দের কিছুই করতে পারবে না ... তাদের ম্যালা টাকা ... ম্যালা ক্ষমতা ... দেশি বিদেশি বন্ধু ... তারপর একদিন সরকার আদালত গঠন করে ফেল্লো ... নতুন সুর উঠলো কোনে কোনে ... রাজাকার গো ধরলে দেশ অচল ... তামা তামা ... রগ ঢিলা কইরা দিবে ... তারপর একরাত থেকে ধরা হৈতে লাগলো ... দেশের মানুষ রাতে ঘুমায় আর ভাবে কাল সকালে কোনটা খোঁয়াড়ে ঢুকবে ? একটা ধরে সরকার রব উঠে এইটা ধরছে ঠিক আছে কিন্তু ওইটা ধরতে পারবে না ... তারপর ওইটা ধরে ... রব উঠে ...ও ওইটা ধরসে ... দেখেন কি হয় ... এভাবে একে একে বড় রাজাকার, ছোট রাজাকার, ত্যারা রাজাকার, মেশিন রাজাকার প্রায় সকল রাজাকারই খোঁয়াড়ে ঢুকল ... নতুন গান তৈরি হইলো ... সরকার এদের ধরছে মাগার বিচার করতে পারবে না ... বিচার শুরু হইলো ... আবার নতুন ফতোয়া ... ওইটা অবৈধ ... সেইটা অবৈধ ... অমুক বিচারক তমুক করছে ... কিছু পত্রিকায় নতুন বিভাগ খোলা হইলো রাজাকার দের বাচাতে ... রাজপথে গাড়ি পোড়াও ... অন্তত একটা লাশ মিলাও ... কত কত খেলে কত কত বিভ্রান্তি ... সরকার আগামী নির্বাচনের আগে কিছুই করবে না এইগুলা মুলা ... অবশেষে আজ একটা রায় হইলো ... উঠেছে নতুন সুর ... ফাঁসির হুকুম হইছে তবে ফাঁসি হইবে না ... দিবে না সরকার ... ক্যান বাচ্চুরেই আগে দিলো ? সে পালাতক ...।
ব্যাপার না সামনে আরো বিভিন্ন রব, গান , সুর তুলতে হবে ... বাঁশি ভিজাইয়া রাখেন । হ্যা বাম ডান উপর নীচ সকল পন্থীদের এইসব হিসাব এইসব ফতোয়া এইসব ঘটনাক্রম ভুলে যাওয়া উচিৎ হবে না ... সামনের রাজাকার কলঙ্ক মুক্ত বাংলাদেশে নতুন কইরা আবার হিসাব হবে ... খুব খেয়াল কইরা ... রাজাকার , রাজাকারবান্ধব, রাজাকার সমর্থক সকলেই লাইনে থাকেন মনে রাখবেন ... আপনাদের নেতাদের ফাঁসি হচ্ছে , সেটা শুধু তাদের দৈহিক ভাবেই মারবে না সাথে আপনাদেরকেও নৈতিক ভাবে মেরে যাবে ... যদি ইতিহাসে আপনাদের নৈতিকতা বলে কিছু নাই শুধু ভণ্ডামি ছাড়া ...
... জয় বাংলা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




