রা.বি. র ওয়েবসাইটের কাজ শুরু করেছিলাম 2004 সালে শুরুতে। তখন থেকেই নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছি। রাত দিন কি পরিশ্রমই না করছি। আসলে একই সাথে শিখছি এবং একটি প্রফেশনাল কাজ করছি। সেজন্যই বোধহয় আমরা এতদিন ধরেও নিজের খরচে এ ওয়েবসাইটের কাজ চালাতে পারছি।
যাইহোক, এ প্রায় দুবছরে আমরা কয়েকটি প্রেস বিজ্ঞপ্তি ছাড়া তেমন কোন নিজউ কাভারেজ পাইনি। আমার দেশ এর উজ্জল ভাই আমাদের কাজ দেখে মুগ্ধ হয়ে কয়েকমাস আগের আমাদের উপর একটি নিউজ পাঠিয়েছিলেন তার পত্রিকায়। কিন্তু তা তাঁ মনমতো ছাপা হয়নি। কিন্তু এবার তিনি এবং একই সাথে আমরাও সফল। আজ আমাদের দেশ এর তথ্য প্রযুক্তির পাতা একটি বড় নিজউ এসেছে।
ধন্যবাদ উজ্জল ভাইকে, ধন্যবাদ আমার দেশকে, শুভেচ্ছ আমাদের সকল শুভাকাঙ্খিকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


