![]()
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, স্ত্রী খতনা হচ্ছে অবৈজ্ঞানিক একটি বর্বর প্রথা। যা বর্তমানে বিশ্বের ২৮টি দেশে পালন করা হয়।
আফ্রিকা বিশেষ করে মিশর, ইথিওপিয়া, এশিয়া ও মধ্যপ্রাচ্যের কিছু দেশে এই প্রথাটি প্রচলিত আছে।
এর দ্বারা নারী যৌনাঙ্গের একটি অংশকে কেটে ফেলে দেয়া হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী ১৪০মিলিয়ন নারী এই বিভৎস অভিজ্ঞতার মুখোমুখী হন। এর মধ্যে ১০১ মিলিয়ন আফ্রিকাতে।
স্ত্রী খতনা সাধারনত চার থেকে দশ বছর বয়সী মেয়েদের করানো হয়। প্রচলিত চাকু, কাচি, ব্লেড দিয়ে গ্রামের অশিক্ষিত হাজম দিয়ে এই খতনা করানো হয়।
বিষয়টি সত্যি দু:খজনক।
বিস্তারিত এখানে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



