![]()
গণজাগরন মঞ্চ নিয়ে যেন বিতর্ক থামছেই না। একের পর এক এই মঞ্চ নিয়ে প্রশ্ন উঠছে। রোকেয়া প্রাচী, অঞ্জন রায়ের পর এবার প্রশ্নবিদ্ধ করেছেন গণজাগরণ মঞ্চের অন্যতম প্রথম সারির ‘একটিভিস্ট’ মুক্তিযোদ্ধা সৈয়দ শহীদুল হক। শহীদুল হক ‘মামা’ নামেই যিনি বেশি পরিচিত।
মুক্তিযুদ্ধের সময় ‘মামা বাহিনী’র প্রধান কমান্ডার ছিলেন তিনি।
ইমরান এইচ সরকার এবং নাসির উদ্দিন ইউসুফ প্রসঙ্গে
এই শাহবাগের জন্ম দিলাম আমি। একসময় দেখলাম, তথাকথিত এই জাগরণ মঞ্চের মুখপাত্র এবং এই নাসির উদ্দিন ইউসুফরা বাধ্য হলো আমাকে স্তব্ধ করতে। আমাকে বললো- এই মঞ্চ থেকে চলে যান। ভাগ্যের নির্মম পরিহাস, এরা আদালতে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সাক্ষী হয় নাই, অথচ তাদের সুযোগ ছিল। আর আমি জীবনের বাজি রেখে সুইডেন থেকে এসে সাক্ষী দিলাম। আওয়াজ তুললাম কাদের মোল্লার ফাঁসি চাই, সব যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই। অথচ আপনারা ‘সোনার চান পিতলা ঘুঘু’ রাজধানীর বুকে থাকেন। বিভিন্ন বিষয়ে তারা বলেছে, ‘মামাকে আটকাও। নাসির উদ্দিন ইউসুফের বড় ভয় মামা কোন সময় কী বলে দেয়।’
সাক্ষাতকারটি অনেক বড় আপনাদের সুবিধার্থে লিংক দিয়ে দিলাম এখানে>
গণজাগরণ মঞ্চ ব্যক্তিকেন্দ্রিক আন্দোলনে পরিণত হয়েছে বললেন রোকেয়া প্রাচী
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



