এই প্রেম শুরু ২০০৮ সালের দিকে আজ তা নিরুদ্দেশে...
প্রেমিকার কথাঃ-
আগে অনেক ভালো ছিলো ও । কখনো ওর এই স্বভাব আমার কাছে প্রকাশ করেনি।এখন আমাকে অনেক সন্দেহ করে।আমি কারো সাথে ফোন কথা বলতে পারবো না। কারো সাথে মিশতে পারবো না।মানে ছেলে বন্ধুদের সাথে।
আমি একটা মেয়ে বলে আমার কোন ছেলে বন্ধু থাকবে না,ও বলে এই কথা।
সব সময় আমাকে চোখে চোখে রাখে, আমি কি কর্ কোথায় যাই ,কার সাথে মিশি।
ও বলে আমি তোমাকে অনেক ভালোবাসি তাই এমন করি।
আমি ওকে অনেক বুঝাই তুমি বিনা কারনে আমাকে সন্দেহ করছো।সন্দেহ করার মতো আমি কিছুই আর করি নাই।
অনেক খারাপ লেগেছে গত বছর ২০ ডিসেম্বর থেকে এই বছর ৯ জুন পর্যন্ত
আমার সাথে ও এই ব্যবহার করেছে।
আমি ওকে আরো বলেছি তুমি পাগল হয়ে যাচ্ছ তুমি ডাক্তার দেখাও।
সন্দেহ করা তোমার এখন রোগ হয়ে দাড়িয়েছে।
আমি আর উপায় না দেখে তাই তোমার সাথে সম্পর্ক রাখলাম না।
প্রেমিকের কথাঃ-
আমি শুধু শুনলাম তোমার কথা। আজ জানতে চাই আমি কি এমন ছিলাম না তুমি আমাকে এমন করেছো।কি দোষ করেছিলাম আমি, আমার সাথে সম্পর্ক থাকার পড়েও তুমি কেন ওই পোলার সাথে টিএসসি তে গেলা ,উত্তর দাও!!
আজ আমি তোমাকে সন্দেহ করি কেন?
আজ আমি তোমার সাথে কাউকে কথা বলতে দিতে চাই না কেন তুমি বুঝনা ?? ভয়ে ,আমি অনেক ভয় পাই তোমাকে নিয়ে তুমি আবার যদি এমন করো।আমি একবার তোমাকে ক্ষমা করেছি আর না ।
কারন তুমি স্বীকার করেছো আমার ভুল হয়েছে,প্রথমবার তাই ক্ষমা করেছি। আর পারবো না তাই এমন করি।এটা কে তুমি কি পাগলামি বলবে?
২০০৮-২০১০ সালের ১৯ ডিসেম্বর পর্যন্ত আমি ভালো ছিলাম, এখন আমি পাগল!!!
বিস্বাস একবার ভেঙ্গে দিয়েছো তুমি আমি আবার অর্জন করেছি।
তোমার কাছে তো আমার বেশি কিছু চাওয়ার ছিলো না।শুধু বলেছিলাম আমার প্রতি একটু টেক কেয়ার করবা আর যদি পার রাত ১২টার পরে ফোনে কারো সাথে কথা বলবা না।এইতো নাকি?
কিন্তু কালো তোমার ফোন ওয়েটিং ছিলো ৪৫ মিনিট।কার সাথে কথা বললে জানতে চাইলে নানান কথা।ঝুমার সাথে কথা বলেছি আর জীনাতের সাথে ।
আমার বিশ্বাস করতে কষ্ট হয় ১২টার পরে ও তার বান্ধবিদের সাথে কথা কয়।
এইটা নিয়েই আজ এত কিছু।
সামনে ওর পরিক্ষা এটাও কারন ছিল কিন্তু,
ও আমাকে বলে দিলো আর কোন সম্পর্ক নাই।
লাভগুরুর কথাঃ-
প্রেমিক ভাই আমারো মনে হয় আপনি কোন মানষিক সমস্যায় আছেন।
আমার মনে হয় আপনি আপনার প্রেমিকাকে আর ভালোবাসেনা।
যদি ভালো বাসতেন তাহলে এত সন্দেহ করতেন না। কিন্তু করছেন সন্দেহ।আমি বলি কি ভাই আর দরকার নাই।আজ দুজন আলাদা আছেন ভালো আছেন।
ভালো থাকবেন।ধন্যবাদ।
আমার মন্তব্যঃ-
যে মেয়ে তার বয় ফ্রেন্ড থাকার পরেও অন্য ছেলের সাথে ঘুরতে পারে।
সে কেমন ??
আর যে ছেলে এটা জেনেও তার সাথে সম্পর্ক রাখে সে কেমন??
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১১ রাত ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




