আমি আমার কিছু কথা এখানে আপনাদের সাথে শেয়ার করবো।
প্রথমত আমি বলতে চাই আমরা যারা সমবয়সি বা ক্লাস মেটের সাথে রিলেশন করে এক সাথে থাকার সিন্ধান্ত নেই আমরা কি একবার ভাবে আমাদের ভবিৎসত??
আজ আমি একটা রিয়েল গল্প বলবো—
আমার এক আন্টি রাবিতে পড়তো অনেক আগে, সে এখন প্রায় চল্লিশে আমার আঙ্কেলও তাই।
তারা ভালোবেসে বিয়ে করেছিল, আজও তারা একই সাথে আছে। বিয়ের ৫-৭ বছর তারা ভালোই ছিল।যখন আমার কাজিন পৃথিবীতে আসে তখন থেকেই এই কাহিনির সৃষ্টি। আজ তাদের এক ছাদের নিচে বাস অথচ এত অঘটার জন্ম। আসলে যেখানে ছিল যৌবনের ঝড় আর এখন শুধু সেখনে ভাঁটা। আমার আজ বলতে লজ্জা নেই –“আঙ্কেল আন্টিকে প্রায় রাতেই বলে তুই আমাকে আর একটা মেয়ে এনে দে ” । অবস্য বাইরে থেকে তাদের অনেক হ্যাপি মনে হয়। আমার ভাবতে অনেক কষ্ট হয় এভাবে আর অভিনয় কতদিন??
আমি জানি একটা ছেলের ও মেয়ের লিমিটেশন।
একটা ছেলে চল্লিশের পরেও কিন্ত একটা মেয়ের বেলায়???
আর এটাই আমার ভাবনা আমি যেন তাদের মত না করি। আন্টি আমাকে শুধু একটা কথাই বলে কখনো সমবয়সী কাউকে বিয়ে করে হ্যাপি হওয়া যায় না। সে আমাকে আরো বলে যখন প্রেম-বিয়ে করবি একটা সাভাবিক গ্যাপ রেখে করবি এতে অন্তত তোদের বোঝা-পড়াতে কখনো সমস্যা হবেনা।
আজ এখানে এসে এভাবে বলছি “আমি জানি, আমি গুছিয়ে কথা বলতে পারিনা তবুও চেষ্টা করলাম” ।
আমার কাজিনটাকে নিয়ে ভাবি ওর কি কষ্ট!!
আমি চাই আমার কাজিন যেন তার বাবা-মায়ের মত ভুল না করে।
আমি আমাকেও সংশোধন করতে চাই ।
আর সবার উদ্দেশ্য হয়তো বলা যায় “ আজ আমি এইরকম আছি কাল কি থাকবো??”
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১২ বিকাল ৩:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




