যুদ্ধে ঘৃণা তোমার:
টিভিস্ক্রীন বেয়ে রাতের বিছানায় নেমে আসে নিহত ইরাক-শিশু
তুমি তার প্রেতাত্মার হাসি শুনে খাঁমচে ধরো তেইশের বিছানা
আর বাইরে_
আহত ডানায় সাদা আকাশ দাবড়ে বেড়াচ্ছে 1পাল নীল ঘোড়া
তুমি তাদের দিলে চিঠি, প্রযত্নে: মৃতবন্ধু...
সেখানে হরতাল বা বিরোধীদল নেই
নেই পুলিশ বা বেধড়ক পিটুনি
তবু চিঠিটা পৌঁছল না
তোমাদের স্পর্শ ছিল বলে সেখানে লেগে গেছে মেঘেদের হুড়োহুড়ি
[রুদ্র আরিফ : খিলক্ষেত, ঢাকা : 2006]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

