হঠাৎ নিজেকে ভূতেধরা মানুষের মতো মনে হচ্ছে:
বিস্মৃত হতে হতে বিষণ্ন হয়ে পড়ছে 1মাত্র প্রেমিকার মুখ
ও
তার প্রাচীণ ধর্মীয় ঢঙ_
যেমন করে অন্ধকার আকাশ থেকে খসে পড়ে উজ্জ্বল লাল মেঘ
আমি উঠতি র্যাম্পমডেলের সঙ্গে আলাপ করছি কেকওয়াট, সেক্স
আর
অস্থির রাজনীতির ডালপালা নিয়ে;
গিলছি 1কাপ চা_ 12 টাকা:
বহুদিন মাকে ফোন করা হয়নি
পোড়ানো হয়নি দুঃস্বপ্নের ঘাস
কিংবা
ইলেক্ট্রিক তার
[রুদ্র আরিফ : খিলক্ষেত, ঢাকা : 2006]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

