আজ বৃষ্টিতে আমরা যেতে পারি গহীন অরণ্যে
যেখানে মাংস খেকো সমুদ্রের দাঁতে বেজে থাকে প্রপিতার জিহ্বা।
তুমি চলবে সাথে, তোমাকেও হতে হবে হন্তারক
শুনতে হবে আস্ফালিত বৃক্ষের ক্রন্দনগীত
আমরা যারা ভালোবাসছি নিজেদের লাশ, তাদের সবাইকে ছুটি দেবে_
নাইন ইলেভেন, থ্রি ইলেভেন, সেভেন সেভেন
তোমরা যারা টেংরাটিলা-ফুলবাড়ি, তোমাদের গানগুলো বিবিসি শোনা
[রুদ্র আরিফ : ঢাকা]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

