বলিউডের বর্ডার সিনেমাটার কথা অনেকেরই মনে আছে। '96-'97 সালের দিকে সেরা সিনেমা হয়েছিল বেশ কতগুলো "সিনে আওয়্যার্ড" প্রতিযোগিতায়। তবে আমি যে কারণে সিনেমাটার কথা বলছি তা একটা গানের জন্য-
"সান্দেসে আতি হ্যায়, হামে তড়পাতি হ্যায়... ও চিঠঠি আতি হ্যায়, ও পুছে যাতি হ্যায়, কে ঘর কাভ আওগে, লিখো কাভ আওগে....."।
যুদ্ধক্ষেত্রে একদল সৈনিকের কারোর প্রেমিকা, কারো বন্ধু, কারো ফেলে আসা সময়, কারো নিজের গ্রাম কিংবা কারো [গাঢ়]মায়ের[/গাঢ়] জন্য হাহাকার করা হৃদয় নিয়ে এই গানটি। আজ অনেক অনেক দিনপর MvbUv শুনছিলাম... ... ...
কেন জানি না, ".... কে তুম বিন ইয়ে ঘর সুনা, সুনা হ্যায়...." এসে বারবার অাঁটকে যাচ্ছি আমি। মা সেদিন বলছিলেন "তুই নাই, বাড়িটা কেমন খা খা করে রে......"
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



