আমাদের সবার প্রিয় ব্লগার হিমুর একটা জটিল রোগ ধরা পড়ছে। পিয়াল ভাই ডাক্তারের লগে খোলাখুলি কথা কইছেন। একমাত্র তাঁকেই ডাক্তার সবকিছু খুলে বলেছে, তাও পূর্ব পরিচিত বলে। সিসিলী না সাইকী কোথায় জানি রোগটার উৎপত্তি। এর সাথে আবার দশবিশ-এর একটা কঠিন যোগসূত্র বিদ্যমান।
আমার এটা মেনে নিতে কষ্ট হচ্ছে যারে আমি এতোদিন বালিকাবাজ "প্যান্টাগন হিমু" কইয়া ডাকতাম, আমার সেই জিগরী দোস্তের এই কঠিন রোগটা হইলো ক্যামনে? রাসেল (আট ডটু) নাকি ওরে কয়েকদিন সংসদ ভবন এলাকায় দেখছে, ঐ শেষ। তারপর আর তার দেখা পায় নাই।
একটু আগে পিয়াল ভাই আমারে খবর টা দিলো। দেশে সেন্ট্রাল হসপিটালে তাঁর চিকিৎসা চলছে।
তার চিকিৎসার জন্য ফান্ড রাইজিঙের ব্যবস্থা চলছে, জার্মানীতে তার চিকিৎসার ব্যপারে কথা হচ্ছে। জানুয়ারীর প্রথম সপ্তাহেই একটা ফাইনাল ডিসিশন হবে আশা করা যায়।
প্লিজ, আপনারা আমার দোস্ত এবং আপনাদের প্রিয় ব্লগার হিমুর জন্য মুক্তহৃদয়ে দোয়া করেন। সে যেনো অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে আবার আমাদের মাঝে ফিরে এসে দ্্বিগুন উৎসাহে ব্লগাতে পারে।
আমিন!!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



