কেউ মাইন্ড খাইয়েন না। সেই ব্রিটিশ আমল থাইক্কা মমিসিং জিলা প্রতিস্টিত ওইছে, জিলা স্কুল হইছে, পুরসভা হইছে। এলাকা শাসন শোষনের লাইজ্ঞা ক্রমান্বয়ে মহকুমা বাড়াইছে। টাঙ্গাইল, পাবনা, সিরাজগঞ্জ, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর এইভাবে বারাইতে বারাইতে পাব্লিকরে ডান্ডা মাইরা ঠিক রাখুনের লাইজ্ঞা পুলিশ ফাড়ি বানাইছে ইটনা, তারাইল, ভৈরব, মোহনগঞ্জ, কেন্দুয়া, নকলা, মাদারগঞ্জ, মধুপুর, মিরজাপুর এগুলানরে। হের পরে পাবনা জিলা কইরছে। পাকিস্থান আমলে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জিলা কইরছে। সবখানেই কিছু কিছু শিক্ষালয় কইরছে। শাসন এবং শোষনের প্রক্রিয়া ঠিক রাখুনের লাইজ্ঞা স্বাধীন দেশে মহকুমাগুলানরে জিলা বানাইছে। পুলিশ ফাড়িগুলানরে উপজেলা কইরছে। যাইহোক বইরতমানে মমিসিং, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জামাল্পুর, শেরপুর ও নেত্রকোনা লইয়া মানুশে কয় গ্রেটার মমিসিং। সেখানে আছে ক্রিশি বিশ্ববিদ্যালয়, জাতীয় প্রাথুমিক শিক্ষা একাডেমি, গারলস কেডেট কলেজ, মমিসিং মেদিকেল কলেজ, কমিউনিটি মেডিকেল কলেজ, কবি নজরুল বিশ্ববিদ্যালয়, আনন্দ মোহন কলেজ, মুমিনুন্নিসা কলেজ, করটিয়া সাদত বিশ্ববিদ্যালয় কলেজ, আশেক মাহমুদ কলেজ, মাদারগঞ্জ ফিশারিজ কলেজ, গুরুদয়াল বিশ্ববিদ্যালয় কলেজ, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ, নেত্রকোনা সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ, শেরপুর বিশ্ববিদ্যালয় কলেজ সহ আরু আরু অনেক সরকারী ও বেসররকারী শিক্ষালয়। প্রত্যেক জিলাতে আছে জিলা স্কুলসহ সরকারী ও বেসরকারী অনেক বিদ্যালয় ও মাদ্রাসা।
হেইগুলান যা হোয় হওক কোঠা হৈল গিয়া এটোগুলান শিক্ষা প্রতিস্টান আর এতগুলান পোলাপাইন পড়ালেখা কইরা ডাক্তার, এঞ্জিনিয়ার, ক্রিশিবিদ, নাট্যবিদ, চারু শিল্পী, সঙ্গীতবিদ প্রভ্রিতি হইয়া বিভিন্ন ক্ষেত্রে গবেষনা ও বিশেষজ্ঞ হিসেবে কত যায়গায় কত কামই করতাছে। অথচ ছাত্রজীবনে ও চাকুরীর পরীক্ষায় অংশগ্রহনের জইন্য কত কস্ট কইরা কতজনের যে ঢাকা আইসসা বেয়াক্কেলের মতো এইহানে সেইহানে থাইক্কা বাস, ট্রেনে চাইপ্পা আসা যাওয়া কইরা পরীক্ষা দেওন লাগছে এহনো লাগতাছে। আহা কী যে কস্ট! একভার আপনারাই ভাইব্বা দেহুইন।
এইলাইজ্ঞাই কইতাছি মমিসিংহে একটা শিক্ষা বোরড নাইকা। তারপরে এই যে বিসিএস পরীক্ষা হইল, খেয়াল কইরা হিসেব করে দেখুন কত শত হাজার পরীক্ষারথী মমিসিংহের পোলাপান?? তয় তাগোর লাইজ্ঞা মমিসিংহে একটা বিসিএস পরীক্ষা কেন্দ্র স্থাপন করাও দরকার।
সোজা কথা
* ময়মনসিংহে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোরড চাই, স্থাপন করতে হবে।
* বিসিএস পরীক্ষার কেন্দ্র চাই, স্থাপন করতে হবে।
### সরকার বাহাদুর মমিসিংহের তরুন প্রজন্মের ভোট পাইতে চাইলে তারাতারি এই দাবি দুইটা মাইন্না লইন। ভালা অইব কইলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



