সরকারি চাকরিতে কোটার বিপক্ষে লোকজন ইদানীং লোকজন বেশ চিল্লানো শুরু করসে। তাদের ভাবসাব এমন যেন কোটা ছাড়া নিয়োগ দিলে সব ফেরেশতারা নিয়োগ পাবে আর দেশ উদ্ধার হয়ে যাবে । কোটা বাতিল হোক বা নাহোক, তাতে দেশের এমন কিছু্ই আসবে যাবে না । যেটাই ঘটুক, অবশেষে অল্প কয়েকটা ফেরেশতা নিয়োগ পাবে বিসিএসে, আর বাকী সব চোর-চোট্টার দল । অবশ্য এই মন্তব্যের বিপরীতে একটু পরেই ঝড় শুরু হবে, পোস্ট ডিলিটও হতে পারে, কিন্তু একবার চিন্তা করুনতো- আমি কী ভুল বলেছি?
আগে দেখুন এই নিউজ দুইটা:
কালের কন্ঠ : http://bit.ly/1DXsu2F (টাকা আত্মসাৎ করলেন শিক্ষানবিশ ম্যাজিস্ট্রেট )
আমার দেশ : http://bit.ly/1y07pDy (নেদারল্যান্ড এ চুরির্ দায়ে বাংলাদেশী কুটনীতিকের বিরুদ্ধে)
কেউ আবার চেঁচাবেন না - 'এইটা একটা বিচ্ছিন্ন ঘটনা' বলে। ঘটনা নিরবিচ্ছিন্নই , শুধু প্রকাশ হয়ে যাওয়াটাই বিচ্ছিন্ন ঘটনা । অহরহ সরকারি কর্মচারীদের একটা বড় অংশ দুর্নীতি করছেন এটাই সত্য কথা । বিসিএস মানে আজকাল বাংলাদেশ সিভিল সার্ভিস নয়, বাংলাদশে চোর-চোট্টা সার্ভিস । আর এইসব চোর-চোট্টা আমরা আজকাল বিদেশেও রপ্তানী করছি ! যারা সবাই বিসিএস পরীক্ষায় প্রথম সারিতেই ছিল ।
বিসিএস আর কিছুই না, শুধু ব্যাক্তিগত স্বার্থসিদ্ধির জন্য, শর্টকাট-এ বড়লোক হবার জন্য বেশীরভাগ লোকজনের সহজতম রাস্তা । আমি নিশ্চিত, যারা বিসিএস দিচ্ছেন তাঁদের বেশীরভাগই (সবাই নয়) মনে মনে প্লান করছেন কোনদিক থেকে কীভাবে আলগা রোজগার করা যাবে । এইটা আমার ধারণামাত্র নয়, আমার হলের এবং বিশ্ববিদ্যালয়ের সহপাঠিদের আমি প্রশ্ন করেছিলাম বিসিএস নিয়োগ পরবর্তী সময়ে তাদের সততার পরিকল্পনা নিয়ে এবং এই তিনটা উত্তরই পেয়েছিলাম ।
১। কেউ মুখে বলছে সৎ থাকবে । (কিন্তু তারা অনেকেই তা থাকবেনা )
২। কেউ কেউ বলছে, দেখা যাক আগে চাকরিতে ঢুকি, পরিস্থিতি বুঝে ব্যাবস্থা । (ওনারা লাজুক মানুষ, বাস্তবে কী করবেন বোঝাই যাচ্ছে)
৩। আর একটা বড় অংশ জানান দিয়েই বলেছে যে আমরা সরকারি চাকরিতে ঢুকছিই ঘুষ খাওয়ার জন্য ।
যতদিন দেশের লোকজনের নীতি-নৈতিকতার উন্নত না হচ্ছে ততদিন, কিচ্ছুই আসবে যাবে না দেশের । তাই কোটার বিরুদ্ধে বা পক্ষে নয়, আন্দোলন গড়ে তুলুন দূর্নীতির বিরুদ্ধে , নীতির পক্ষে , সুশাসনের পক্ষে । তাহলেই নিশ্চিত হবে সুশাসন, আপনি ফিরে পাবেন আপনার অধিকার, মেধার ভিত্তিতে নিয়োগের অধিকার ।অন্যের সথে অবিচার করার মানসিকতা নিয়ে কীভাবে আপনি আশা করেন যে, নিয়োগের ক্ষেত্রে আপনি সুবিচার পাবেন? যে দেশে আর দশটা ক্ষেত্রে সুবিচার নেই, সেই দেশে শুধু বিসিএস-পরীক্ষা ধোয়া তুলসী পাতা হবে- এমন আশা কীভাবে করেন ?
আসুন এই ভরা মজলিসে আজ সবাই সৎ হয়ে চলার প্রতিজ্ঞা করি ।সবার আগে আমি শপথ নিলাম ! আপনি আছনতো আমার সাথে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




