চাঁদের গভীরে ডুবে মরছে নভশ্চরের নীল চিঠি
এক দলছুট ঘোড়া আকাশ ভেঙ্গে তাড়িয়ে বেড়াচ্ছে
মেঘেদের কিনারা।
পাতার গভীর থেকে নষ্ট হয়ে যাওয়া ক্লোরোফিলে
এক দেবতা গড়ছেন- সমুদ্রপাড়ের নিসর্গ গ্রাম
নভশ্চরের চিঠি থেকে খসে পড়া জটিল শব্দ
মায়ের বুক থেকে তুলে আনে স্তন্যপায়ী রাত
আর এইসব শিশুর ফসিল শৈশব
হে কাপালিক, বধ্যভূমি সাজাও-
আমি স্নান সেরে আসছি- তোমার করতলে
আমার পান্ডুলিপি তুলে দেব বলে ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





