ঝড়ের রাত ছিল এবং-
ঝরছিল একনাগাড়ে, মাঝে মধ্যে
মেঘের ধমক আর আলোর ঝলক।
ঝিঁ-ঝিঁ জোনাকিরা লুকিয়ে গেছে
লুকিয়ে গেছে ঝাউ বনের পঁ্যাচারাও
তবুও জানালা খুলে বসে আছি একা
দেখছি প্রকৃতির অন্য এক রূপ
গুবাক তরুর ব্রেক ড্যানস
বাতাসের হিস হিস হুইসেল,
আঁধারের নিকশ কালো রূপ। হঠাৎ
এক সময় অজানা ভয়ে কাঁটা দিল শরীর।
পরক্ষণেই আস্বস্ত হলাম ভয়- কি?
একজন আছেন আমাদের সাথে সারাক্ষণ।
--------------------------------------------------------------------
19/02/05 ইং।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




