তোমার কণ্ঠ কি সেদিন রৌদ্দুরে ভিজে যাওয়া মেঘ ছিল ?
কি অদ্ভুত শোনালো
কেমন ফ্যাকাশে শোনালো প্রতীক্ষার গুঞ্জন
যেন নির্বাণকামী চাতকে ঝিমিয়ে আসা
চোখে শ্রান্ত ক'ফোটা আকুতি।
অনুরেণু,
অাঁধারে বসে আর চাঁদে রোদ্দুর দেখা নয়
নয় কোন রাজনৈতিক দূষিত ইসতেহারে
আমরাও নিমীলিত নির্বাণ পাবো
খোলা দশকের শ্বেত সংলাপে
তুমি ভূলে যাবে একান্তে ঘটে যাওয়া
লিডার হংসপ্রণয়
আমি যাব ট্রয়ে রক্তক্ষরণ ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




