
অনেকদিন ধইরা লক্ষ্য করসি কেউ কেউ পোস্ট প্রসব কইরা উধাও হইয়া যান (কেউ কেউ একদিনে তিন-চাইরটা পোস্টও দেন)! পরের দিন অথবা দুই-তিনদিন পরে ফেরেন! পূর্বের পোস্টে জমা হওয়া মন্তব্যের উত্তর না দিয়া আবার নতুন পোস্ট দেন। কেউ কেউ বাইছা বাইছা উত্তর দেন। এই যেমন কাল্কা এক্টা পোস্টে ১৫ টার মত মন্তব্য পড়েছে (আমারও এক্টা)! লেখক তিন্টা মন্তব্যের উত্তর দিছেন। রাগ কইরা উনারে কিছু কইতে চাইলাম। পরে মন্টারে কইলাম, থাক না! পোস্টদাতা বেশ পুরোনো বোল্গার। যার মন্তব্যের উত্তর দিছেন, তিনি আমার প্রিয় একজন। কেউ কেউ শুধু নিজের পোস্ট লইয়া ব্যস্ত থাকেন! অন্যের পোস্টে যাওয়ার টাইম নাই। ইনাদের কেউ কেউ আবার বোল্গের দৈন্যদশা লইয়া হা-হুতাশ করেন! সভায় যারা উপস্থিত থাকেন, আমি একজন নিয়মিত বোল্গার হইয়াও তাদেরকে কখনও কারও পোস্টে লণ্ঠম জ্বালাইয়া খুঁইজা পাই না! বিষয়টা কি এমুন না, খালি কলসি বাজে বেশি? ফেবুর মত বোল্গেও লুলের সংখ্যা বাইড়া গেছে! নতুন কিছু বোল্গার আইছে, লিখে দারুণ; অথচ তাদের লেখায় কোনো মন্তব্য নাই, পাঠকও অল্প! লুল বোল্গারগণ বাইছা বাইছা শুধু মাইয়াদের পোস্টেই মন্তব্য করেন। মন্তব্যগুলো এমুনঃ চমৎকার, ভালো লিখেছেন, আপনার লেখার হাত তো দারুণ, ক্যামনে লিখেন এত সুন্দর করে, অসাধারণ, ভালো লাগল (এসব মন্তব্য করতে কষ্ট করে লেখা পড়তে হয় না)!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


