somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি ধর্ষক নই, প্রেমিক হইতে পারি বড়জোর

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইহা ভাবিয়া ভালো লাগিতেছে যে সসম্মানেই ‘গাজীপুর শাইনিং পাথ হাইস্কুল’ হইতে প্রস্থান করিয়াছি। সসম্মানে বলিতে ইহা বোঝানো হইতেছে না যে, আমাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হইতেছে অথবা আমার জন্য কেহ অশ্রুপাত করিয়াছে। যে-ই ঘটনা হইতে আপাতত নিষ্কৃতি পাইয়াছি, তাহা উপর্যুক্ত সম্মাননা অপেক্ষা অধিক মূল্যবান।

আমার বিরুদ্ধে অভিযোগ করা হইয়াছে আমি অশ্লীল কথা বলি, কাহাওকে বলিয়াছি সে নাকি ধর্ষিতা হইতে পারে, আমি নাকি কাহাকে কুপ্রস্থাব দিয়াছি! অভিযোগ শুনিয়া আমি স্তম্ভিত, মর্মাহত। ইতিপূর্বে বহু অভিধায় অভিহিত হইয়াছি- কেহ নাস্তিক বলিয়াছে, কেহ মুরতাদ বলিয়াছে, কেহ ধর্মবিদ্বেষী বলিয়াছে, কেহ নারীবিদ্বেষী বলিয়াছে, কেহ ‘র’ এর এজেন্ট বলিয়াছে। কিন্তু কেহ ঘুণাক্ষরেও চরিত্র লইয়া প্রশ্ন তোলে নাই। এই ধরনের অভিযোগ এইবারই প্রথম।

বহুক্ষণ ভাবিলাম, আমার চরিত্র কি আসলেই কলুষিত? সত্যিই কি আমি দোষী? দোষী না হইলে সর্বসম্মুখে আমাকে কেন অপদস্থ করা হইল? আমি দোষী এমন কোনো ব্যাপার হৃদয়ঙ্গম হইল না। ইহা ভাবিয়া পীড়িত হইলাম আমাকে কেন কথা বলিতে দেওয়া হইল না! গত ছয় মাসে কাহারও সঙ্গে আমার বিবাদ হয় নাই, সবার সঙ্গে মৈত্রীভাব বজাইয়া রাখিতে চেষ্টা করিয়াছি- শত্রুতা করিয়া আমাকে কেহ ফাঁসাইবে এমনও তো হওয়ার কথা না।

সপ্তম শ্রেণির কতিপয় উচ্ছৃঙ্খল বালিকা যে কারণে আমার বিরুদ্ধে অভিযোগ করিয়াছে, দশম শ্রেণির ছাত্রীদিগের সঙ্গে যে ভাষায় কথা কহিয়াছি; সেইসব বিবেচনায় লইলে আমার তো ফাঁসি হওয়ার কথা! যদ্যাপি ভাষায় কোনো ত্রুটি খুঁজিয়া পাইতেছি না। সামান্য ভুল বোঝাবুঝি আর কী!

শিক্ষার্থীরা পড়ালেখা করিবে না, শ্রেণিকক্ষে গোল বাঁধাইবে; এমতাবস্থায় যদি ছাত্রদিগকে বলি- পড়ালেখা তো করো না, গার্মেন্টসে কাজ করিয়া খাইতে হইবে, ভালো বিবাহও করিতে পারিবে না, মা-বাবার অসুস্থতায় সুচিকিৎসার ব্যবস্থাও করিতে পারিবে না। এইসব কি মন্দ কথা?

অমনোযোগী ছাত্রীদিগকে যদি বলি- লক্ষ্য তো কেবল নবম-দশম শ্রেণি পর্যন্ত পড়া, তারপর বিবাহ; লক্ষ্য বড়ো হইলে পড়ালেখা করিতে- এইসব বলা কি দোষের? সারা দিন মোবাইল লইয়া পড়িয়া থাকিলে আমি যদি দুই-চারিটি কুফলের দৃষ্টান্ত টানিয়া তাহাদিগকে সতর্ক করি - সেইটাও কি দোষের?

সমবয়সী সম্পর্ককে নিরুৎসাহিত করিয়া কোনো এক ক্লাসে ছাত্রদিগকে বলিয়াছিলাম, তোমরা যখন বিবাহ করিতে যাইবে, তখন দেখিবে তোমার বান্ধবীর সন্তান নবম-দশম শ্রেণিতে পড়ে। কারণ, সবকিছু গোছগাছ করিতে ছেলেদের একটু সময় বেশিই লাগে। ছাত্রীদিগকে কহিয়াছিলাম, তোমাদের বিবাহ হইবে তোমাদের চাইতে কমপক্ষে আট হইতে দশ বৎসর বয়সের চাইতে বড়ো কাহারও সঙ্গে যে তোমার দায়দায়িত্ব লইতে পারিবে।

পুরুষানুভূতিতে আঘাত লাগিয়াছিল কি না জানি না, তবে বিলক্ষণ বুঝিতে পারি ত্রিশ-পয়ত্রিশ বৎসর বয়সি অবিবাহিত পুরুষদের জন্য মায়া হইয়াছিল। সেই কথা স্মরণপূর্বক মেয়েটিকে জিজ্ঞাসা করিয়াছিলাম, তোমার বাবা-মা’র বয়সের ব্যবধান কত? সে উত্তর দেয় নাই। পরবর্তীতে অভিযোগ করিয়াছিল আমি নাকি বলিয়াছি, বাবা কেন? আমি তো তোমার বরও হইতে পারি!

কাহাওকে আমার ভালো লাগে নাই এমন কথা কহিব না, যেহেতু পৌরুষ আছে কহিব, আলবৎ ভালো লাগিয়াছে। তাহাকে শুধু না, আরও অনেককেই ভালো লাগিয়াছে। ভালোকে ভালো লাগা প্রকৃতির বিধান; এইখানে দোষের কিছু নাই। পৃথিবীতে বহু নজির আছে নিজের হইতে তিন-চারিগুণ ছোটো কাহারও সঙ্গে কাহারও সম্পর্ক হইয়াছে। ইহাতে অস্বাভাবিকতা কিছু নাই। কিন্তু সেই ভালো লাগার প্রকাশ কেমন হওয়া উচিত?

আমি জানি না কেমন হওয়া উচিত। শুধু এই কথাটি বলিতে পারি, আমি কাহাওকে মন্দ কথা বলি নাই। প্রকৃতি আমায় ভালোবাসিতে শিখাইয়াছে, আমি ভালোবাসিয়াছি। প্রকৃতি আমায় গল্প বলাইতে, গান শোনাইতে শিখাইয়াছে; আমি গল্প বলিয়াছি, গান শুনাইয়াছি। আমি নির্দ্বিধায় বলিতে পারি, প্রকৃতি আমায় ধর্ষক বানায় নাই, প্রেমিক বানাইয়াছে বড়জোর।

২ ভাদ্র ১৩২৫ বঙ্গাব্দ
গাজীপুর।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২৪ বিকাল ৩:৫৮
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি ও নির্বাচন

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে জুলাই, ২০২৫ রাত ৩:৫২



ইন্টারনেটে সোশ্যাল মিডিয়া উৎপত্তি বা জন্ম থেকে শুরু করে বাংলাদেশের মানুষ সব সময়ই সকল প্রকার সোশ্যাল মিডিয়াকে মিসইউজ করেছেন। তবে মিসউজের পরিমাণ গত কয়েক বছর ধরে বাড়তে বাড়তে এমন... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়াম.....

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে জুলাই, ২০২৫ ভোর ৬:২৯

জুলাই মিউজিয়াম.....

ছাত্র-জনতার জীবন ও রক্তের বিনিময়ে অর্জিত গণ-অভ্যুত্থানের স্মৃতির স্মরণে গণভবনকে জাদুঘরে রূপান্তরের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ১১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের জন্য স্মারক সংগ্রহ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৮০

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুলাই, ২০২৫ দুপুর ১:২৬



প্রিয় কন্যা আমার-
সেদিন খুব সাহসের একটা কাজ করে ফেলেছি। আমি এবং তোমার মা সাতার জানি না। তুমিও সাতার জানো না। বিকেলে আমরা তূরাগ নদীর পাশ দিয়ে হাঁটছিলাম। তোমার... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। ১৬ বছরে রাজনৈতিক স্পেস না পাওয়া জামায়াতের এমন সমাবেশ ‘অবিশ্বাস্য’:

লিখেছেন শাহ আজিজ, ১৯ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৩৯





বাংলাদেশ জামায়াতে ইসলামীর আজকের জাতীয় সমাবেশকে ‘অবিশ্বাস্য’ আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তিনি মনে করেন, এ সমাবেশ বাংলাদেশের... ...বাকিটুকু পড়ুন

নিয়মিত জোয়ার ভাটার ঢেউ আর সুনামির ঢেউ আলাদা

লিখেছেন অপলক , ১৯ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৩১



সব কিছু একটা রিদমে চলে। সেই রিদম ভেঙ্গে গেলে ধ্বংস বা পরিবর্তন অবশ্যম্ভাবী। তখন শুধু সময়ের অপেক্ষা করতে হয়। নিয়মিত জোয়ার ভাটার ঢেউয়ে পরিবেশ-প্রতিবেশ এবং জীব বৈচিত্র একটা সমন্বয়ের... ...বাকিটুকু পড়ুন

×