আকাশের দিকে অপলক চেয়ে থাকি,
অসীম শূন্যতা বুক ভারি করে তোলে;
মর্ম পীড়নে যখন ভিজে উঠে আঁখি-
নিজেকে নিঃসঙ্গ লাগে ধরণীর কোলে।
প্রিয়জন সকলে আমাকে গেছে ভুলে,
পাশে থাকবে বলেও দিয়ে গেছে ফাঁকি;
সর্বস্ব হারিয়ে পীড়ন হৃদয়মূলে-
সব দুঃখ বুকের ভেতর পুষে রাখি।
খুঁজে ফিরি তাকে হারিয়েছি যাকে,
খুঁজে ফিরি হারিয়ে যাওয়া দিন;
দুঃখ-সুখের কেচ্ছা ভাবায় আমাকে-
মেটানো হয়নি আজও জন্মের ঋণ।
অন্ধকারে আলো হয়ে আসে সব স্বপ্ন,
ধরতে গেলে মিইয়ে যায় প্রতিদিন।
৫ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫