
কেউ কখনো অসুস্থ হলে ডাক পড়ে আপনার,
আগপিছ কোনোকিছু না ভেবেই দৌড়ে চলে যান;
ডাক্তার দেখিয়ে সেবা-শুশ্রূষা করে সুস্থ করেই
তবে আপনি দম ফেলার ফুরসতটুকু পান,
কারো অর্থের প্রয়োজন হলে নিজেকে বাজি রেখে
জানপ্রাণ বিলিয়ে অর্থের সংস্থান করে যান;
অপরকে উদ্ধার করে যান নিঃস্বার্থভাবেই-
আপনার সরল মনে পঙ্কিলতা পায় না স্থান।
অথচ নিজে যখন একদিন বিপদে পড়েন,
নিরাপদ আশ্রয় খোঁজেন যদি এদিক-সেদিক;
যাদের আপন ভাবেন তারা অচেনা হয়ে যাবে
সেদিন আর তখন নিজেকেই জানাবেন ধিক্।
কখনো কখনো মানবজীবন এমনও হয়,
চোখে যা দেখি আর মনে মনে যা ভাবি ঠিক নয়।
স্বার্থপরতা মানুষের রন্ধ্রে রন্ধ্রে, তাই তো তারা
সে মতোই চলে সবসময়, হয় না বোধোদয়।
৯ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা।
ছবি
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





