গতকাল থেকে তৃণার মন খুব খারাপ, তুতুলকে কোথাও পাওয়া যাচ্ছে না, ওর আদরের বেড়াল তুতুল কোথায় কেউ জানে না। বড়দের বিষয় কিছুই বুঝতে পারে না ও, মা'কে বললো, মা বললো দেখো কালকে সকালেই চলে আসবে।
বাবাকে গিয়ে বললো, বাবা তখন পেপার পড়ছিলো সোফায় পা উঠিয়ে, হুঁ হুঁ করলেন কিছুক্ষন, তৃণা জানে বাবা তার কথা না শুনেই হুঁ হুঁ করেছে, শুনলে হয়তো একটা ব্যাবস্থা করে ফেলতো এত ক্ষণে, বাবারা যে কেনো এমন হয়, সব কথা মন দিয়ে শুনে না, এখনই আম্মু এসে বকা দিবে, সোফায় পা উঠিয়ে পেপার পড়ার অভ্যাসটা গেলো না বাবার।
তৃণা নিজের ঘরে গিয়ে টিট্রিশের সাথে আলোচনা করবে ঠিক করেছে, ওর প্রিয় ভালুকছানা, নিউ মার্কেট থেকে কিনে এনেছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




