শ্রাবণে ভাসি আমি
বৃষ্টির কলকল জলে,
বৃষ্টির ফোঁটার পতন শব্দে
যেন বাজিছে তোমার কানের দুলে।
তোমার হাতটি ধরি আর পরিয়াছে মনে ডুবি
শ্রাবণে বৃষ্টির বাণী যেন ডাকিছে আমায়,
বলিছে ডেকে করিবে কি পণ
দুহাত ধরিছ যখন পেয়েছ সুজন
শ্রাবণের মেঘের ভেলায় ভাসও তোমার মন।
মিলি ফুলের সুভাসিত গন্ধে
গাঁথিত সন্ধ্যা রজনীর পুলকিত সাজন,
মিশ্র জলের পতনে ডাকিয়াছে আকাশ
আসিয়াছ তুমি হৃদয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


