মানব আমি...
আমি ধ্বংসের পথে তাই খুঁজি কোথায় তোমাদের বাকি মানবিক বন্ধুত্বের উদারতা...
পরম মিষ্টি তোমাদের বাণী, কন্ঠে তোমাদের সর্বদাই ছিন্নহস্ত মানবতাবোধের কল্যাণময় ভাষা।
কিন্তু.....
আমি তোমাদের চোখে কি একাই ঢাকা, নাকি তোমাদের পথটাই বাঁকা....
তোমরা মানবাধিকারের মানববন্ধন করে তার পক্ষে হাজারো যুক্তি প্রদান কর, আমি কি একজন যার পক্ষের নিরুপায় নির্বাক যুক্তি অখন্ডিত অবস্থায় তোমাদের মানবতার দৃষ্টিতে.....?
আমি একজন নই... আমি লাখো টুকাইয়ের একজন... তাই
আমি তোমাদের মানবাধিকারের অংশীদার সেজন্য
আমি ধংবসের পথে তাই খুজি কোথায় তোমাদের বাকি মানবিক বন্ধুত্তের উদারতা...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


