মেঘলা আকাশে পাখিরা উড়ে যায়
স্বপ্নিল অনুভূতি আমাকে খুঁজে পায়
ফিরে যাই সেই পুরোনো দিন এ
ভিজতাম যখন বৃষ্টির দিনে
তবু হায় মনে পরে আজ তোমায়
ভরে যায় মন তাই অজানা বিষন্নতায়
একলা নেমে পরি তখন রাস্তায়
মন কে ভাল করার বৃথা চেষ্টায়
তারপর অবিরাম বর্ষন
সুখ-দুঃখের অদ্ভুত ঘর্ষন
মানুষ আমাকে পাগল ই ভাবে
আমার মনের কথা কে ই বা শুনে !
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




