হঠাৎ চোখ পরলো আমার বোনের টেবিলে।
বাসায় বই এনে যতক্ষন না পড়ে শেষ হবে আমার আর কোন কাজ হতো না
আজ আবার এত্ত গুলা বই ১ সাথে দেখে আমার মাথা আর ঠিক নেই
১০ টা ভলিউম।
তার মধ্যে আছে,
জলদস্যুর দ্বীপ ১ , ২
সবুজ ভুত,
হারানো তিমি,
মুক্তো শিকারী,
মৃত্যুখনি,
কাকাতুয়া রহস্য,
ছুটি,
ভুতের হাসি,
ছিনতাই,
ভিষন অরন্য ১, ২
ড্রাগন,
হারান উপত্যকা,
গুহামানব,
পোচার,
ঘড়ির গোলমাল,
কানা বেড়াল,
প্রজাপতির খামার,
পাগল সংঘ,
ভাঙা ঘোড়া,
পুরনো ভুত,
জাদু চক্র,
গাড়ির জাদুকর,
অভিশপ্ত লকেট,
গ্রেট মুসাইয়োসো,
অপারেশন এলিগেটর,
নতুন স্যার,
মানুষ ছিনতাই,
পিশাচকন্যা
এত্ত গুলা বই !!!!!
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১০ রাত ৩:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



