
কিছুদিন আগে হিস্ট্রি চ্যানেলে সম্মোহন (হিপ্টোটাইজ) সম্পর্কিত এক অনুষ্ঠান দেখি। মানুষের চোখ শুধু সোজা ভাবে দেখে না। এর আশেপাশেও দেখে। অর্থাৎ ১৮০ ডিগ্রী অ্যাঙ্গেলে বা ১৬০। সে অনুষ্ঠানে দেখানো হয়, যাদুকর ১৬০ ডিগ্রী অ্যাঙ্গেল থেকে একটি বোর্ডে একটি শব্দ লিখে যা সম্মোহিত ব্যক্তি পরে সেই শব্দটি প্রকাশ করে। কিন্তু সে জানতোনা যাদুকর কি শব্দটি লিখেছিল। কিন্তু সে তার অজান্তেই যাদুকর দ্বারা নির্দেশিত হয়েছিল সেই শব্দ প্রকাশ করতে।
এরকম অনেক উপায় আছে সম্মোহনের। আর ঠিক এই পদ্ধতিতে ডিজনি সম্মোহন করে শিশুদের। শুধু ডিজনি না আরও অনেক কিছুই এমন করে। তারা এটি করার জন্য সেক্স শব্দটি এবং সেক্সের প্রতীক সমূহ বিভিন্ন ভাবে প্রকাশ করে থাকে। কিভাবে করে তা বলতে গেলে অনেক বড় বিষয়।ফেসবুক পোষ্টে ও কমেন্টে দেয়া ছবি দেখলে আশাকরি কিছু ধারণা পাবেন। তবে কেন করে, কারা করে এসব যদি জানতে চান তবে একটু অপেক্ষা করতে হবে। চেষ্টা করব আগামী পোষ্টে ব্যাপারটা আলোচনা করতে।
#সাদ
১৪-নভেম্বর-১৪
#Saad

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


