স্লোগান দিতে দিতে গলা ফাটা বাঁশ, পাশের বন্ধু স্লোগান লেখা কাগজটা নিয়ে বলল, "এবার তুই থাম, আমি ধরতাসি" পাশেই চা বিক্রি হচ্ছে, চা ওয়ালা মামা আইসা এক টুকরা আদা দিয়ে বলল, "মামা, এইটা চাবায়া রসটা গলায় দেন, জোর পাইবেন।"
ডিম ওয়ালা মামা এসে কিছু লবন দিয়ে বলল,"মামা, আদার সাথে লবন খান"
এক চাচা এসে এক বয়াম চকলেট দিয়ে গেলেন। আমরা গোল হয়ে বসে স্লোগান দিচ্ছি।
আদা খেয়েই আবার স্লোগান ধরলাম,
"ক তে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার,
খ তে খালেক, তুই রাজাকার, তুই রাজাকার ............................................. "
"ফাঁসি ফাঁসি, একটাই দাবি।"
মঞ্চ থেকে কাদের মোল্লাকে ধন্যবাদ জানানো হল, এমন প্রতিবাদের উপলক্ষ তৈরির জন্য!
শিবিরের এক নেতা কে দেখা যাচ্ছে, তাকে শাসানি দেওয়া হল।
চারুকলার ভাইয়ারা এসে তাদের বানানো প্ল্যাকার্ড দিয়ে গেল।
আমাদের সাথে গোল হয়ে বসে গেল অপরিচিত ভাইয়ারা, আপুরা।
দৃপ্ত কণ্ঠে স্লোগানে সুর তুলল।
পিছনেই দাড়িয়ে আছেন গায়ক মাহমুদুজ্জামান বাবু, পাশেই বসে আছেন লেখিকা সেলিনা হোসেন।
আমরা স্লোগান দিচ্ছি, "রাজাকারদের তাড়াব, সোনার বাংলা গড়ব"
"ফাঁসি ফাঁসি, একটাই দাবি",
"র তে রেটিনা, তুই রাজাকার, তুই রাজাকার,
ফ তে ফোকাস, তুই রাজাকার, তুই রাজাকার,
ন তে নিজামি, তুই রাজাকার, তুই রাজাকার,
স তে সাকা, তুই রাজাকার, তুই রাজাকার,
স তে সাইদি, তুই রাজাকার, তুই রাজাকার"...................
কালকে আসতেসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল,
আপনারাও আসুন,
সংগ্রাম চলবেই,
শিবিরের গৃহযুদ্ধের হুমকি প্রতিরোধ করতেই হবে,
এখানে কোন দল নেই, নেই আওয়ামী লীগ, কিংবা বিএনপি,
আছে শুধু বাঙালি।
যোগ দিন আপনারাও।
জয় বাংলা।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



