কেউ কি আছেন, যে কোন সফটওয়ার ফার্ম বা ওয়েব ডেভেলপ ফার্ম বা কোন ফ্রিল্যান্সার, যার কোন সহকারী দরকার কাজ করানোর জন্য। আমি তার সহকারী হিসাবে কাজ করতে প্রস্তুত। আমার কোন পে করতে হবে না। বলতে পারেন আমার স্বার্থ তাহলে কি? হ্যাঁ আমি শিখতে চাই।
আমার ইন্টানেট, কম্পিউটার সর্ম্পকে ধারনা মোটামুটি আছে। কারণ আমি ৩ বছর যাবত কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করছি। আমার একটা সাইবার ক্যাফেও ছিল। আমি কাজ শিখতে চাই। যার মাধ্যমে আমি পরিশ্রম করে পরবর্তীতে ইনকাম করতে পারি।
আমার সর্ম্পকে;
১। শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি পাশ (২০১০) বর্তমানে ডিগ্রী ১ম বর্ষে অধ্যয়নরত। আমি বর্তমানে ঢাকাতে (ফার্মগেটে) আছি।
২। আমার ই-মেইল: [email protected] কেউ ইচ্ছুক হলে বা আমার সর্ম্পকে আর কোন কিছু জানতে চাইলে মেইল করতে পারেন।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




