ঘুম থেকে উঠে প্রতিদিনের মত আজ ও মেইল চেক করতে বসলাম.হঠাৎ একটা মেইল দেখে তো আমার টাসকি খাওয়ার অবস্থা.ব্লগের একজনের কাছ থেকে মেইল পেলাম.তার কাছ থেকে মেইল পাব তা কখনো চিন্তাই করিনি.মেইল পড়ে দেখলাম তার মোবাইল নাম্বার দেওয়া আছে.যদি সম্ভব হয় আমি যেন তাকে একটা কল করি.
তাকে কল করতে একটু দেরি হয়ে গেল.কল এমন সময় করলাম যে সে ব্যাস্ত ছিলো.তাই অল্প সময় কথা হল.সে আমার নাম্বার টা সেইভ করে নিলো.ফ্রি হলে কল করবে.আমার স্বপ্ন দেখার টাইম ও বেরে গেল.
কিছুক্ষণ পর সে কল করলো .আবার অবাক হলাম যে সে আমাকে কল করল. অনেক অনেক কথা বলার ছিল .মোবাইলে আর কতটুকুই বা কথা বলা যাই.কথা বলার সময় তার ছবি টা চোখের সামনে ভেসে উঠছিল.গলার টোন শুনে তো আমি পাংখা হয়ে গেছি.আর উনার হাসি..............
সে কি উদ্দেশ্য নিয়ে ব্লগে লিখে,তার উদ্দেশ্য কতটুকু পুরা হয়েছে.আর কথা হল ব্লগের বর্তমান অবস্থায় তার হতাশা নিয়ে........
কিন্তু আমি একটা কথায় চিন্তা করছিলাম .......যে কোন মুহূর্তেআমার স্বপ্ন টা ভেংগে যাবে আর তার সাথে কথা বলাও থেমে যাবে.আবার কবে স্বপ্ন দেখব,কবে তার সাথে কথা হবে.তবে সে কথা দিয়েছে মাঝে মাঝে ........
আবার আসিবে ফিরে
আমার স্বপ্নের মাঝে
তারপর হঠাৎ করেই আমর স্বপ্ন ভেংগে গেল.তার সাথে আমার কথা বলার ও সমাপ্তি ঘটল
.স্বপ্নে দেখা মানুষ টাকে বলছি.....স্বপ্নের মাঝে ,আর ফোনে কথা বলে কি মনের আশা মিটে.আপনাকে চট্টগ্রামে আশা করছি.তারপর সামনা সামনি কথা বলে মনের আশা মিটাব...................(আবদার কি বেশি করে ফেললাম নাকি???.......মাইন্ড খাইয়েন না).................................................................................................
....> আমি কি স্বপ্নেই তার সাথে কথা বলেছি ,নাকি সত্যি সত্যি ঠিক বুঝতে পারছিনা...
....>কার সাথে কথা বললাম ,ভুলে গেলাম যে(আম্মাআআ) ???একটু মনে করাই দেন তো.....
....>স্বপ্নে দেখা মানুষ টাকে আমার তোলা একটা ছবি উৎসর্গ করলাম.(গ্রামের বাড়ির পুকুরের ছবি)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



