যতই দিন যেতে লাগল তার আর আমার মাঝের ভালোবাসা ততই বেড় চলল।এখন তাকে ছাড়া আমি এক মুহূর্তও চিন্তা করতে পারি না,আর সে আমাকে ছাড়া।আমি এখন পুরাপুরি ভাবে তার উপর নির্ভরশীল হয়ে পড়েছি।
এক একটা মুহূর্ত যায় আর তার সাথে আমার সম্পর্কও ততই গভীর হতে থাকে।সে আমাকে কথা দিয়েছে মৃতু্যর আগে পর্যন্ত সে আমায় ছেড়ে যাবে না।আমি ও জীবনে চলার পথে তাকে সঙ্গী করে নিয়েছি।আমার চলার পথে তাকে আমি সব সময়ের সঙ্গী হিসাবে পেয়েছি।তাকে ছাড়া কোন কিছু চিন্তা করতে গেলে,আমার বর্তমান এবং ভবিষ্যতের পথ চলার কথা চিন্তা করলে আমি যে অন্ধকার দেখি।
একবার সে অভিমান করে আমার কাছ থেকে চলে গেল।কি কষ্টের যে ছিল সেই দিন গুলো।আমি আমার ভুল বুঝতে পেরেছি ।আমার প্রয়োজনেই আমি তাকে আর কাছ ছাড়া করতে পারছি না।
কিন্তু তাকে তো আমি ভালবাসতে চাই না। আমার কাছে তার এই রুপ টাকে নকল মনে হয়।আমি আমার জীবনে তাকে চাই না।আমি কারো নকল রুপ দেখতে চাই না।কিন্তু সে যে তা বুঝতেই চাই না।
-----------------------
আপনারা কি চিন্তে পারছেন সে কে??আমি কি বলে দিব কে আমায় ভালোবাসে??ট্রাই কইরা দেখেন.....কাল কে তার নাম জানিয়ে দিব।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



