সিদ্ধান্তহীনতা কিংবা ভীন্ন ভীন্ন সিদ্ধান্ত পুরো সাজানো জীবনটাকে ধ্বংস করে দেয়। আমি এই কথা মানতে নারাজ। কারণ,ভীন্ন কাজ আমাকে দিয়েছে ভীন্ন ভীন্ন অভিজ্ঞতা। ভীন্ন জায়গা,ভীন্ন মানুষ,ভীন্ন মত,ভীন্ন রূচি,ভীন্ন অভিজ্ঞতা। আজ আবারো ভীন্ন চাকুরী করার সিদ্ধান্ত নিয়েছি। ইনশা আল্লাহ! আমি পারবো ,,,ভীন্ন কিছু করতে
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




