
পৃথিবীর সবাই পাগল, কে যে কিসের পাগল সেইটা বুঝা বড় দায় । একজনের কাছে যেটা খুবই জরুরী কাজ, অন্যজনের কাছে তা হাস্যকর পাগলামী মনে হওয়াটা অস্বাভাবিক নয় । কেউ হয়তো ভাবতে পারেন এটা আমার একটা পাগলামী গ্রাম, পাখি, গাছপালা, নদী, সবুজ এসব আমাকে ভীষণভাবে টানে ।
কয়েকদিন আগে গ্রাম এবং প্রকৃতি দেখার উদ্দেশ্যে বেশ কিছুটা পথ হেটেছিলাম । আর এই হাটার মধ্যেই রেল পথ ও কিছুটা ছিল । রেল লাইন ধরে হেটে বেশ মজা পেয়েছিলাম । তাই এবার সিদ্ধান্ত নিয়েছি ঢাকার কমলাপুর রেল ষ্টেশন থেকে হেটে চিটাগাং রেল ষ্টেশন পর্যন্ত রেল লাইন ধরে পায়ে হেটে ভ্রমন করব ।
এবার শুনুন আমার হাটার ধরণ, আমি প্রথমে কমলাপুর থেকে আগামকাল শনিবারদিন সকাল ১০টায় রওয়ানা হব, সারাদিন রিলাক্স মুডে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই শনিবার যেখানে আমার হাটা শেষ হবে আগামী শনিবারদিন সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি প্রতি সপ্তাহে আমার হাটা চলতেই থাকবে । বিশেষ সমস্যা না হলে কোন শনিবারই আমি হাটা বন্ধ করবো না । এ বিষয়ে আমার আগের পোষ্ট Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



