
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর ষ্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা হাটা শুরু করে দিয়েছি,,,,,,,, মাঝখানে অনেকদিন বন্ধের পর আবারো শুরু করলাম । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট ষ্টেষণ আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেষণ থেকে পরবর্তী ষ্টেষণের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেষণের জন্য একটা করে পোষ্ট । এতে করে ষ্টেষণের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি প্রতি সপ্তাহে আমার হাটা চলতেই থাকবে । বিশেষ সমস্যা না হলে কোন সপ্তাহ'ই আমি হাটা বন্ধ করবো না ।

খানাবাড়ী ষ্টেশন, লোকজন খুব একটা নাই, আসলে ছোট ষ্টেশনগুলো এমনই .....

বড্ড তেষ্টা,,,,,,,,,

পানিতে তেষ্টা মিটেছে তবে পেটের ক্ষিদা মেটেনি, সামনে খিড়াইয়ের দোকান ছাড়া আর কিছুই নাই । সুতরাং.........

হাটতে হাটতে এক সময় দেখলাম আলু তোলা হচ্ছে, ........


নিজেও একটু ট্রাই করলাম, আলু তুলতে লাগে কেমন

সীম ও ফুল

বাজারে নেওয়ার জন্য সীম সাজানো হচ্ছে ।

মাইল পোষ্ট বলছে চিটাগাং আরো ২৫২ কিলোমিটার ।

রাল লাইন ঘেষে আরো একটি ক্ষুদে বাজার.....


এখানে তো কিছু খাওয়া যাক.......

বিশাল কিছু না হলেও পেট ভড়ার জন্য যথেষ্ট

এই ষ্টেশনের নাম হাটুভাঙ্গা, হাটতে হাটতে আমাদেরও কিছুটা হাটু ভাঙ্গার উপক্রম
পরবর্তী পর্ব হবে হাটুভাঙ্গা থেকে মেথিকান্দা ।
আগের পোষ্টঃঢাকা টু চিটাগাং - ১২ ( আমীরগঞ্জ )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


