
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম, নিজেকে আমি মনে করি প্রকৃতি প্রেমিক । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।

লাল শাপলা । নরসিংদীর বেলাব থানার উজিলাবো গ্রাম থেকে তোলা ছবি ।

আম বাজার । চাপাইনবাবগঞ্জের কানসাট থেকে তোলা ছবি ।

গোলপাতা সনে সাদা বক । সুন্দরবনের কটকা থেকে তোলা ছবি ।

গতি । সেন্ট মার্টিনে তোলা ছবি ।

তীর । হবিগঞ্জের বানিয়াচং থেকে তোলা ছবি ।

ডাক । মুন্সিগঞ্জের লৌহজং থেকে তোলা ছবি ।

যেমন খুশি । আমার বাড়ির প্রাইমারী স্কুল থেকে তোলা ছবি ।

ভোর । বগুড়ার করতোয়া নদী থেকে তোলা ছবি ।

কল । কলকাতা ।

ঢেউ, কক্সবাজার ।

বিরুপাক্ষ মন্দির, শীতাকুন্ড পাহাড়ের প্রথম চুড়া ।

নারী, বান্দরবান ।

গরু,,,,,,,,,,,

খাবার, নরসিংদীর জিনারদী থেকে তোলা ছবি ।

খেয়া, রায়পুরা থানার আমীরগঞ্জ থেকে তোলা ।

সবুজে শিশু, নরসিংদী জেলার রায়পুরা থানার আমীরগঞ্জ থেকে তোলা ।

লটকন, রায়পুরা থানার মরজাল থেকে তোলা ছবি ।

ফড়িং, একেবারে আমার বাড়ির পাশ থেকে তোলা ছবি ।

এইডা কি ???

পদ্ম, কলকাতার সাইন্স সিটি থেকে তোলা ছবি ।

পুস্তকীয় নাম জানিনা, স্থানীয় ভাষায় আমরা বলি কাউয়ার ঝিঙা

বোঝা, সোনাদিয়া দ্বীপ ।

মৎস কন্যা, শেরপুরের গজনী থেকে তোলা ছবি ।

পেপে,,,,,,,,,,,,,,

পেস্তা, বেলাব থানার ওয়ারী থেকে তোলা ছবি ।

সূর্যাস্ত, মেঘনা নদী থেকে তোলা ।

ছিপ, নরসিংদীর শান্তির বাজার এলাকা থেকে তোলা ছবি ।

জেলে নৌকা, টেকনাফ বীচ থেকে তোলা ছবি
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




